ইলিয়াছ আহমদ, বরুড়া ||
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে সুরক্ষা থাকার নিমিত্তে পৌরসভার উদ্যোগে পৌরসভার ১৩০টি মসজিদে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া বরুড়ায় কর্মরত জাতীয় দৈনিক পত্রিকা এবং স্থানীয় পত্রিকার ২৫ জন গণমাধ্যম কর্মী ও পৌরসভার কাউন্সিলরদের মাঝে হ্যান্ড রাব, ব্লিসিং পাউডার, মাস্ক, সাবান এবং গ্লাবস সহ স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে পৌরসভা কার্য্যালয় মিলনায়তনে বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী এ সব উপকরণ গণমাধ্যম কর্মী, মসজিদ কমিটি ও কাউন্সিলরদের মাঝে বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সচিব মো. আমজাদ হোসেন, হিসাবরক্ষক মো. মিজানুর রহমান, প্রধান সহকারি মো. ছগির হোসেন, কাউন্সিলর মো. আলমগীর হোসেন, মো. আবুল কাসেম, মিনুয়ারা বেগম, বরুড়া প্রেসক্লাব সভাপতি মো. আবুল হাসেম, সহ সভাপতি কামরুজ্জামান জনি, সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদ, যুগান্তর বরুড়া প্রতিনিধি ও কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম শফি, সাংগঠনিক সম্পাদক বিএম মহসিন, দপ্তর ও প্রচার সম্পাদক মো. আজিজুর রহমান, নির্বাহী সদস্য মোতাহের হোসেন সেলিম, সাকিব আল হেলাল, উপজেলা প্রেসক্লাব সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, সহ সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইকরামুল হক, ওমর ফারুক, শরীফ হোসেন প্রমুখ।