ইলিয়াছ আহমদ, বরুড়া ||
বরুড়ায় গতকাল শনিবার দুপুরে উপজেলা ডাক বাংলোতে ৩৮তম বিসিএস এর বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৮ আসনের এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন প্রমুখ। বিভিন্ন ক্যাডারে বিসিএস প্রাপ্তরা হলেন নিরীক্ষা ও হিসাব নুরুল আমিন ফরহাদ, এডমিন নাসির তালুকদার, রোহান সরকার, বাপ্পী দত্ত, আনসার মো. রুবেল হোসেন, শিক্ষা সাইফুল ইসলাম, শারমিন জাহান। আলোচনা ও মতবিনিময় সভা শেষে তাদের হাতে প্রধান অতিথি ক্রেষ্ট তুলে দেন।