ইলিয়াছ আহমদ, বরুড়া ||
বরুড়ায় করোনা মহামারীতে আক্রান্ত শ্বাসকষ্ট রোগীদের চিকিৎসার সুবিধার্থে গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ইউনিট’র উদ্বোধন করা হয়েছে। একই সময় বরুড়া ডায়াবেটিক সমিতি উদ্বোধন করেন। বরুড়া ফাউন্ডেশন ও ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির ৬ লাখ ব্যয়ে এ অক্সিজেন সরবরাহ ইউনিট’র ব্যবস্থা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন কুমিল্লা-৮ আসনের এমপি ও বরুড়া উপজেলা আ’লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া ফাউন্ডেশনের সদস্য ও জেবুতি রাষ্ট্রের অনাড়ি কনসালটেন্ট মো. আবদুল হক, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি মনীন্দ্র কিশোর মজুমদার, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি সার্জন ডা. ভাস্কর কিশোর মহালানবিস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরুড়া থানা অফিসার ইনচার্জ সত্যজিৎ বড়ুয়া, বরুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জালাল উদ্দিন, হসপিটালের ডাক্তার জামিল ছিদ্দিকী, চট্টগ্রামস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম, স্ট্যান্ডার্ড গ্রুপের মার্চেন্টাইজার ও ঢাকাস্থ বরুড়া ছাত্র কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিমন, ঢাকাস্থ জনকল্যাণ সমিতির সহ সভাপতি আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার নুরুদ্দিন স্বপন, মনির হোসেন, মো. খায়রুল এনাম এয়াকুব, নুরুল আলম, আবুল কাসেম, ওবায়েদ, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদ প্রমুখ। উল্লেখ্য, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ আহমদ সর্ব প্রথম বরুড়া সরকারি হসপিটালে করোনায় আক্রান্ত শ্বাসকষ্ট রোগীদের চিকিৎসার জন্য সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের দাবী জানিয়ে মানবিক একটি আবেদন সোসাল মিডিয়ায় পোষ্ট করেন। এটি দেখে নজরে এনে বরুড়া ফাউন্ডেশনের মহাসচিব মো. তোফাজ্জল আলী সাহেব ফাউন্ডেশনের পক্ষে ৫ লক্ষ টাকা ও ঢাকাস্থ্য বরুড়া জনকল্যাণ সমিতির পক্ষে সভাপতি মনীন্দ্র কিশোর মজুমদার ১ লক্ষ টাকা এবং এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুলের আন্তরিকতায় ও প্রচেষ্টায়, বরুড়া ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. রুহুল আমিন সাহেব সমন্বয় করার ফলে আজ তা বাস্তবায়ন সম্ভব হয়েছে। অনুষ্ঠান শেষে সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান সরকারি হসপিটালের আঙ্গিনায় একটি বৃক্ষরোপন করেন।