
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার প্রকৌশলী ইঞ্জিনিয়ার আহসান আলীর বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষের অভিযোগে তার অপসারণ দাবি করা হয়েছে।
৫ জুলাই রবিবার দুপুরে দাউদকান্দির স্থানীয় ঠিকাদারগণ টাকার বিনিময়ে ফাইল স্বাক্ষর ও টানা দুর্নীতির অভিযোগ এনে প্রকৌশলীর অপসারণের দাবিতে মানববন্ধন করেন।
গত ২ জুলাই প্রতিবাদস্বরূপ ঠিকাদারগণ প্রকৌশল অফিস তালাবদ্ধ করে দেন।ঠিকাদাররা অভিযোগ করেন, টাকা ছাড়া কোনো ফাইল স্বাক্ষর করেন না তিনি। সঠিক কাজ করার পরেও কমিশন না দেয়ায় ফাইল আটকে রাখা হয় দীর্ঘ সময়। এতে এলাকার উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। তাই আমরা এই প্রকৌশলীর অপসারণ দাবি করছি।
এসময় দাউদকান্দি উপজেলার ঠিকাদার কাইফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার ফারুক, মো. আক্তার হোসেন, মাহাবুব এন্টারপ্রাইজের রবিউল সরকার বাবু, আলিফ এন্টারপ্রাইজের মো. আল-আমিনস, দেলোয়ার পারভেজ দোলন অন্যান্য ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে ঠিকাদারগণ দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের কাছে স্মারক লিপি প্রদান করেন।