Published : Wednesday, 1 July, 2020 at 12:00 AM, Update: 01.07.2020 1:21:01 AM

নিজস্ব
প্রতিবেদক: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের
কোভিড ইউনিটে আরো চারজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায়
তারা মারা যান। তাদের মধ্যে দু’জন নারী, এক শিশু এবং একজন পুরুষ।
কুমিল্লা
মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান তাদের
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ চারজন মারা গেছেন।
করোনার উপসর্গ নিয়ে
মারা যাওয়া চারজন হলেন- কুমিল্লা সদর উপজেলার দ্বিতীয় মুরাদপুরের জাকির
হোসেনের শিশু সন্তান আইরিন (৮), কোটবাড়ি এলাকার আয়শা বিবি (৬০), সদর
উপজেলার দৌলতপুর এলাকার সেলিম হোসাইন (৫৩) এবং চাঁদপুর জেলার শাহরাস্তি
উপজেলার নূরজাহান (৬৫)।