
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
কুমিল্লার দেবীদ্বারে করোনার উপসর্গ নিয়ে সোহেল আহাম্মদ রানা ওরোফে আবুল কাসেম (৪০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণখাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দুয়ারিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম (সুরুজ মিয়া)’র বড় ছেলে।
দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মদ কবীর জানান, সোহেল আহাম্মদ গত ১৮ জুন করোনার উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার থেকে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়। অবস্থার অবনতি হলে রবিবার সকাল ১০টায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এম্বুলেন্স যোগে কুমিল্লা নেয়ার হলে ১২ টা ৪৫ মিনিটে কুমেক হাসপাতালে তার মৃত্যু হয়। ১৮ জুন তার নমুনা সগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
মৃত সোহেল আহাম্মদের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম (সুরুজ মিয়া) জানান, কিছুদিন যাবৎ তার ছেলে সর্দি, জ¦র, কাশিতে ভোগছিলো। অবস্থার পরিবর্তন না হওয়ায় ১৮ জুন তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
করোনার উপসর্গ থাকায় রবিবার বিকেলে স্বাস্থ্য বিধি মেনে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।