
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় একদিনে আবারো শতাধিক করোনা রোগী শনাক্ত হলো
কুমিল্লায়। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ১৩১ জনের দেহে করোনাভাইরাস
শনাক্ত হয়েছে। যার ৩৯ জনই কুমিল্লা নগরীর। এ নিয়ে জেলায় করোনায় মোট
আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬০২ জনে ।
এদিকে, প্রাণঘাতী করোনার
ছোবলে জেলায় বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গতকাল একদিনেই ৭ জনের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে মনোহরগঞ্জ উপজেলার ২ জন, বরুড়ার ২ জন,
দেবিদ্বারের ১ জন, বুড়িচংয়ের ১ জন ও চৌদ্দগ্রামের একজন রয়েছেন। এ নিয়ে
জেলায় মোট মৃতের সংখ্যা ৭৮ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরো চারজন। এরা
সবাই লক্ষণ উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে রয়েছেন কুমিল্লার লাকসামের
মো: ইব্রাহিম (৭০), চৌদ্দগ্রামের সিরাজ উদ্দিন (৬৫), মো: রফিক (৫৯),
কুমিল্লার তেলিকোনার নৃপেন্দ্র কুমার পোদ্দার। ২০ জুন কুমিল্লা মেডিক্যাল
কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লায় গতকাল
আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৩৯জন, আদর্শ সদরে ৫ জন, বরুড়া
তে ৮ জন, চৌদ্দগ্রামে ১২ জন, মনোহরগঞ্জে ১৯ জন, মুরাদনগরে ১ জন, নাঙ্গলকোটে
২ জন, সদর দক্ষিণে ৪ জন, লালমাইয়ে ৪ জন, বুড়িচংয়ে ১ জন, চান্দিনায় ৯জন,
হোমনাতে ৫ জন, দাউদকান্দিতে ১৮ জন, তিতাসে ৪ জন করোনা সংক্রমণে শংক্রমিত
হয়েছেন।
কুমিল্লা সিটি করপোরেশনের ধর্মপুরে ১ জন, শাসনগাছায় ১ জন,
ধর্মসাগরের পশ্চিমপাড় ১ জন, ঝাউতলা ১ জন, পুলিশ লাইস হাসপাতাল ২ জন, পূর্ব
বাগিচাগাও ১ জন, সাহাপাড়া ১ জন, মোগলটুলি হাই স্কুল ১ জন, কালিয়াজুড়ি ১ জন,
নজরুল এভিনিউ ১ জন, ঢুলিপাড়া ২ জন, একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা
করোনা সংক্রমণে সংক্রমিত হয়েছেন।