
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও ব্যাংক কর্মকর্তা সহ নতুন ৭জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
বুধবার (১০ জুন) আইইডিসিআর থেকে চান্দিনা উপজেলায় ৮জনের রিপোর্ট পজেটিভ আসে। এর মধ্যে চান্দিনা মহিলা কলেজের একজন প্রভাষকের দ্বিতীয়বারের রিপোর্টও পজেটিভ আসায় নতুন শনাক্ত ৭জন।
নতুন আক্রান্ত ৭জনের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাড়াও তার গাড়ি চালক, অগ্রণী ব্যাংকের ১জন, কৃষি ব্যাংকের ১জন, বাজারের ১জন, বেলাশহর গ্রামে ১জন এবং কালেমসার গ্রামে ১জন।
এ নিয়ে চান্দিনায় আক্রান্তের সংখ্যা ১৩৬জন এবং মৃত ৯জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন ৩৫জন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাজী মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
এদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়- দেশে করোনার প্রাদুর্ভাবের মধ্যেও সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমের জন্য প্রতিদিন কুমিল্লা থেকে চান্দিনায় এসে অফিস করতেন চান্দিনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তিনি যে গাড়ি যোগে প্রতিদিন যাতায়াত করতেন ওই গাড়ি চালক অন্য কোন স্থান থেকে সংক্রামিত হওয়ার পর তিনিও সংক্রামিত হন।