
শাহীন আলম, দেবিদ্বার।
দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নে করোনায় কর্মহীন শ্রমজীবি, দুস্থ, হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বড়শালঘর আবদুল হামিদ রফিয়া খাতুন এতিমখানা কমপ্লেক্স মাঠে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের মানবিক নির্দেশনায় বড়শালঘর ইউপি’র প্রায় ৫শ’ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা তুলে দেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.আহসান রশিদ শামীম।
আহসান রশিদ শামীম বলেন, করোনায় হতদরিদ্র পরিবারে বিপর্যয় নেমে এসেছে। অনেক পরিবার কর্ম হারিয়ে কষ্টে জীবন যাপন করছেন। মাননীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল’র মানবিক নির্দেশে ইউনিয়নের ৫শ’ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা তাদের বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব করোনা মহামারি যতদিন থাকে অসহায় মানুষের পাশে এভাবে দাঁড়িয়ে তাদের খাদ্য সহায়তা দিতে।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মো. আবদুল আলিম, যুবলীগের সভাপতি মুনছুরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইউপি সদস্য মো. আলম হাজারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি শাহীন মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো. জসিম উদ্দিন, নজরুল ইসলাম, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইউপি সদস্য মো. ইব্রাহীম, জসিম উদ্দিন মোল্লা প্রমুখ।
এ ব্যাপারে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, বড়শালঘর ইউনিয়নের প্রতিটি নেতা-কর্মীদের মানবিক নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন মানুষের এমন বিপদে পাশে দাঁড়ায়। করোনায় যারা কর্ম হারিয়ে বেকার হয়ে পড়েছে তাদের খুঁজে প্রত্যেকের বাড়ি বাড়ি যেন খাদ্য পৌছে দেয়। ইতোমধ্যে উপজেলা প্রায় ২০ হাজার মানুষের বাড়িতে খাদ্য পৌছে দেওয়া হয়েছে। এই মহামারি যতদিন থাককে ইনশাআল্লাহ আমার প্রতিটি নেতা-কর্মী অসহায় পরিবারের পাশে দাঁড়াবে।