Published : Friday, 22 May, 2020 at 7:32 PM, Update: 22.05.2020 7:41:16 PM

স্টাফ রিপোর্টার।।
করোনা ভাইরাসের কারণে কুমিল্লা বরুড়া উপজেলায় কর্ম ও উপর্জনহীন ৩শ’ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার কুমিল্লা জেলা পরিষদের এডিপি ও নিজস্ব অর্থায়নে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মো: আবু তাহেরের নির্দেশনায় ত্রাণ বিতরণ করেন বরুড়া উপজেলা পরিষদ সদস্য মো: জসিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার
আনিসুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্ম ও উপর্জনহীন ৩শ’ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১কেজি ডাল, ১টি সাবান ও ২টি মাক্স বিতরণ করা হয়।