নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লায় করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন একজন যুক্তরাষ্ট্র প্রবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক নিউইয়র্কের এই বাসিন্দা কুমিল্লা জেলার সদরের কাপ্তানবাজার এবং গোমতি নদীর পাড়ের শ্রীপুরে প্রায় দুই'শ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য ও নগদ অর্থ দিয়েছেন। গত কয়েকদিন
ধরে বাড়ি বাড়ি গিয়ে এসব খাবার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সাত আটজন স্বেচ্ছাসেবক।
উদ্যোক্তার পক্ষ থেকে জানানো হয়েছে, নিউইয়র্কের সহৃদয় বেশ কয়েকজন এতে অর্থ দিয়ে সহায়তা দিয়েছেন। সেই অর্থ পাঠানো হয়েছে কুমিল্লায়।
সেখানকার স্বেচ্ছাসেবকরা ত্রান কিনে সেগুলো প্যাকেট করে বাড়ি বাড়ি দিয়ে এসেছেন। সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, সেমাই, পোলার চাল
এবং দুধ। সেই সাথে প্রত্যেককে নগদ দুই'শ টাকা করেও দেয়া হয়েছে।
উদ্যোক্তা বলেছেন, নাম প্রকাশ বড় কথা নয়। কাজটাই আসল। মানুষের পাশে দাঁড়াতে পেরেই তারা আনন্দিত। এভাবে সমাজের সর্বস্তরের সামর্থ্যবানদের
দরিদ্রদের সেবায় এগিয়ে আসবার আহবান জানিয়েছেন তিনি। তাদের পক্ষ থেকে এমন উদ্যোগ চলমান থাকবে বলেও উল্লেখ করে তিনি বলেন, "করোনার
এই সময়টায় সবাইকে সামাজিক দূরত্ব মেনে সচেতনও থাকতে হবে"।