
করোনা যুদ্ধে শামিল হতে সেই প্রিয় ব্রেসলেটটি নিলামে তোলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। নিলাম অনুষ্ঠিত হয় আয়োজক ‘অকশন ফর অ্যাকশন’-এর ফেসবুক পেজে। এই সময় লাইভ অনুষ্ঠানে লন্ডন থেকে যোগদান করেন মাশরাফির লন্ডন প্রবাসী ভক্ত কুমিল্লার ছেলে শৈশব আহমেদ । সঞ্চালক আরিফ আর হোসেন শৈশব আহমেদের কাছে জানতে চান , গত বিশ্বকাপের মাশরাফির শেষ ম্যাচে দুই হাজার প্লে কার্ড প্রিন্ট করে কিভাবে মাশরাফিকে সন্মাননা জানানো পরিকল্পনা করেছিল । কিন্তু কারিগরি ত্রুটির কারনে শৈশব আহমেদের ভয়েস শোনা যায়নি । শৈশব আহমেদ থেকে আমরা জানতে পারি মাশরাফির শেষ বিশকাপ ম্যাচে মাশরাফিকে সম্মান জানাতেই তিনি নিজে এই পরিকল্পনা করেছেন.মাশরাফি আমাদের দেশের ক্রিকেট কে অনেক দিয়েছে তাই এখন আমাদের মাশরাফি কে কিছু ফিরিয়ে দেয়ার সময় তাই আমার নিজের জায়গা থেকে মাশরাফিকে সম্মান জানানোর খুদ্র চেষ্টা করেছি . মাশরাফি বিন মুর্তজার ব্রেসলেট নিলামে ওঠা নিয়ে ভীষণ আগ্রহী ছিলেন ক্রিকেটপ্রেমীরা। গত রবিবার রাত পৌনে ১টার দিকে শেষ হয় ১ ঘণ্টা ২ মিনিট ধরে চলা অকশনটি।
এদিকে শৈশব আহমেদের সংগ্রহে থাকা বাংলাদেশ দলের জার্সিতে বিশ্বকাপ খেলতে যাওয়া জাতীয় দলের খেলােয়ারদের অটোগ্রাফ সম্বলিত জার্সিটি নিলামে বিক্রি করেছেন । সেই অর্থ দিয়ে করোনা কালীন দুর্যােগে কুমিল্লার অসহায় মানুষের পাশে তিনি দাড়িয়েছেন.

শৈশব বাংলাদেশী ক্রীড়াবিদদের সাপোর্টের জন্য সর্বদা দাঁড়িয়েছেন আত্মবিশ্বাসের ঝুড়ি নিয়ে, কখনো ক্রীড়াবিদদের প্রতি বাড়িয়ে দিয়েছেন ভালবাসার মন। এছাড়া বিগত বছরগুলোতে িক্রড়াক্ষেত্রে সব ধরনের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য তিনি জন সমর্থন সহ সরকারের সহযোগীতা কামনা করেছেন । শৈশব আহমেদ কুমিল্লা শহরের সাবেক ক্রিকেটার ছিলেন । লন্ডন তিনি সহপরিবারে বসবাস করে আসছেন ।এছাড়া তার পরিবারের সবাই ক্রীড়াবিদদের প্রতি সবর্দা ভালোবাসা দেখিয়ে যাচ্ছে । পাশাপাশি শৈশব আহমেদ লন্ডনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্যান গ্রুপের অন্যতম সংগঠক হিসেবে কাজ করছে ।
এর আগে সাকিব আল হাসান তার ২০১৯ বিশ্বকাপের ব্যাট নিলামে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন। মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট কাল রাতে ১৭ লাখ টাকায় কিনে নেয় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির ফাউন্ডেশন।