
আবুল কালাম আজাদ।।
কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজি আবু তাহের আর নেই। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১ টার দিকে রাজধানী ঢাকার শ্যামলী কিডনি হাসপাতাল ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মঙ্গলবার মরহুমের জানাজা শেষে দেবিদ্বার উপজেলার ভারেল্লা গ্রামের কাজি বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এদিকে প্রফেসর কাজী আবু তাহের এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের পরিবার।
এক শোকবার্তায় কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.জামাল নাসের বলেন, প্রফেসর কাজি আবু তাহের ২০০৯ সালের ১৩ জুলাই থেকে ২০১০ সালের ৩০ মার্চ পর্যন্ত অত্যন্ত সুনাম এবং দক্ষতার সঙ্গে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে কুমিল্লা সরকারি মহিলা কলেজ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আমরা তাঁর আত্নার মাগফেরাত কামনা করছি।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে মরহুমের আরেক ভাই কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজি আবদুর রউফ কানাডাতে ইন্তেকাল করেছেন।