
কুয়েত প্রতিনিধি ||
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কুয়েতে ঘরের বাইরে মাস্ক না পরলে জেল ও জরিমানার বিধান করেছে দেশটির সরকার। ১৭ মে স্থানীয় ইংরেজি দৈনিক পত্রিকা আরব টাইমস ও কুয়েত টাইমস এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে।
তাতে আরও বলা হয়, কেউ যদি নিয়ম অমান্য করে ঘরের বাইরে মুখে মাস্ক ব্যবহার না করে এবং জন সমাগমস্থলে মাস্ক ব্যতীত ঘোরাঘুরি করে তাহলে তার সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জেল হতে পারে অথবা সর্বোচ্চ ৫,০০০ কুয়েতি দিনার (বাংলা টাকায় ১৩ লাখ ৭৫ হাজার) জরিমানা হতে পারে। এমন কি উভয় দন্ডে দন্ডিত হতে পারে।
করোনা বিস্তার রোধে কুয়েতে গত ১০ মে হতে ৩০ মে পর্যন্ত ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা করা হয়েছে। এই কারফিউ চলাকালীন প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত শিথিল করা হয়েছে। নিজ নিজ আবাসিক এলাকায় ব্যায়াম ও হাঁটাচলার জন্য।
শর্ত হিসেব উল্লেখ করা হয়েছে, কোনো ধরনের যানবাহন ব্যবহার করা যাবে না। মাস্ক, গ্লাবস ব্যবহার বাধ্যতামূলক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। বর্তমানে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়তেই আছে। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৪৬ লাখ। গোটা বিশ্বে ভাইরাসটি সংক্রমিত মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৪৮ হাজারেরও বেশি মানুষ।