Published : Monday, 18 May, 2020 at 12:00 AM, Update: 18.05.2020 2:32:05 AM

মুন্সীগঞ্জের
জেলা প্রশাসক (ডিসি) মো. মনিরুজ্জামান তালুকদার (৪৫) করোনা আক্রান্ত
হয়েছেন। এছাড়া, জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এসএম শফিকেরও (৪২)
করোনা শনাক্ত হয়েছে। রবিবার (১৭ মে) সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ এ
তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, বিকালে পাওয়া রিপোর্টে জেলা
প্রশাসকের করোনা পজিটিভ আসে। গত ১৪ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য
ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) এ
পাঠানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামিউল মাসুদ
জানান, জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দুইজনেরই তেমন
কোনও উপসর্গ নেই। করোনা শনাক্ত হলেও তারা শারীরিকভাবে এখন সুস্থ আছেন। উভয়ে
নিজ নিজ বাসায় আইসোলেসনে আছেন। এর আগে অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট খান মো.
নাজমুস শোয়েবের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনিও সুস্থ আছেন।