
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
দেবীদ্বারে চিকিৎসক দম্পতি সহ নতুন করে আরো ৫জনের করোনা পজেটিভ সনাক্ত করা হয়েছে। এ ৫জন নিয়ে উপজেলায় মোট করোনা পজেটিভ সনাক্ত করা হয়েছে ১০৭জন। তবে আজকে সিভিল সার্জন অফিসের তথ্যানুযায়ী সিএমএইচ-এ ভর্তি দেবীদ্বারের আরো এক রোগি করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। ওই সনাক্তকারী সহ দেবীদ্বারে আজ আক্রান্ত ৬জন হবে এবং মোট আক্রান্তের সংখ্যা-১০৮জন, এদের মধ্যে মারা গেছেন ৯জন। আজকের আক্রান্তদের মধ্যে একটি বেসরকারী হাসপাতালের চিকিৎসক দম্পতি, সরকারী হাসপাতালের টিকেট কাউন্টারের কর্মচারী, বানিয়াপাড়া গ্রামে একই বাড়ির ২জন সহ মোট ৫জন এবং সিএমএইচ এ ভর্তি করোনা সনাক্ত রোগী সহ ৬জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মদ কবীর জানান, আজ দেবীদ্বারে করোনা পজেটিভ আক্রান্ত রোগি সনাক্ত হয়েছে ৫জন, সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী সিএমএইচ-এ ভর্তি রোগীর নমুনা অন্য জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। তাই ওই ব্যাক্তি দেবীদ্বারের হলেও সংখ্যা গননায় দেবীদ্বারের তথ্যে আসবেনা। আজ দেবীদ্বার সদরে শিশুমাতৃ হাসপাতাল সহ দু’টি প্রাইভেট হাসপাতাল ও পৌর এলাকার বানিয়াপাড়ায় একই বাড়ির ২জন সনাক্ত হওয়ায় ওই বাড়িটিও লক ডাউন করা হয়েছে।
দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি আছে ৩ জন এবং স্থানীয় একটি বিদ্যালয়ের মিলনায়তনে আরো ৩জন ভর্তি রয়েছে। এছাড়া বাকীরা স্ব স্ব ব্যাবস্থাপনায় আইসোলেশনে আছেন আরো ৯১ জন। তিনি আরো জানান পর পর দুইবার নেগেটিভ আসায় প্রথম বারের মতো নবীয়াবাদের গৌরাঙ্গ (৫২) ও লায়লা (২৬) এই দুই জনকে আজকে সুস্থ ঘোষণা করা হয়েছে।