Published : Saturday, 16 May, 2020 at 12:00 AM, Update: 16.05.2020 1:41:54 AM

তানভীর দিপু:
গত
২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা শনাক্ত হয়েছে ২৮ জন। গত ৩ দিনে শনাক্ত হয়েছে ৮৯
জন। এনিয়ে কুমিল্লা জেলায় মোট্ করোনা শনাক্তের সংখ্যা ২৪৮ জন। করোনায়
আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন ১১ জন। সামাজিকভাবে কুমিল্লা জেলায়
সংক্রমনের হার বেড়ে যাওয়া এই পরিমানে শনাক্তের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে
স্বাস্থ্য বিভাগ।
এপর্যন্ত জেলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৪ জন,
কুমিল্লা মেডিকেল কলেজে ১ জন, দেবিদ্বারে ১০৩ জন, মুরাদনগরে ৩২ জন, লাকসামে
১৪ জন, চান্দিনায় ১৪ জন, তিতাসে ১১ জন, বরুড়ায় ১০ জন, দাউদকান্দিতে ১০ জন,
বুড়িচংয়ে ৯ জন, মনোহরগঞ্জ ৬ জন, নাঙ্গলকোট ৪ জন, সদর দক্ষিণে ৩ জন,
ব্রাহ্মণপাড়ায় ৫ জন, হোমনায় ৩ জন, আদর্শ সদরে ২ জন, মেঘনায় ২ জন, লালমাইয়ে ৩
জন ও চৌদ্দগ্রামে ২ জন।
এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা জেলায়
১১ জন মৃত্যুবরন করেছে। এর মধ্যে দেবিদ্বারেই ৮ জন, চান্দিনায় ১ জন,
মুরাদনগরে ১ জন ও মেঘনায় ১ জন। গত সোমবার রাতে করোনার উপসর্গ নিয়ে মারা
যাওয়া দেবিদ্বারের একনারীর নমুনা পরীক্ষায় ফলাফল বৃহস্পতিবার রাতে পজেটিভ
বলে জানা গেছে।
এর মধ্যে কুমিল্লা জেলায় করোনাভাইরাসের সংক্রমন থেকে সুস্থ হয়েছেন ৪৬ জন। সুস্থ ৪৬ জনই হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
কুমিল্লায়
প্রচুর পরিমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে তাই সংক্রমন বৃদ্ধির হার বেশি বলে
মনে হচ্ছে জানিয়ে জেলায় করোন সংক্রমন প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ
চৌধুরী জানান, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে প্রচুর পরিমানে নুমনা পরীক্ষা
করা হচ্ছে যে কারনে জেলায় সংক্রমন শনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে বলে মনে
হচ্ছে। তবে এই পরিমান শনাক্তের হারে আতংকিত হবার কিছু নেই; সংক্রমনের হার
কোন কোন জায়গায় তা যদি নিরুপন করা যায় তাহলে সে জায়গায় ব্যবস্থা গ্রহন করা
গেলে সংক্রমন প্রতিরোধ করা সম্ভব হবে। তাই কুমিল্লা থেকে আরো বেশি পরিমানে
নমুনা পরীক্ষা করতে হবে। বিশেষ করে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা থেকে
আরো বেশি পরিমানে নমুনা পরীক্ষার জন্য পাঠানো উচিত।