Published : Friday, 8 May, 2020 at 10:57 PM, Update: 09.05.2020 1:42:35 PM

কুমিল্লা সদর হাসপাতাল ও কুমিল্লা ট্রমা সেন্টারের একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি সার্জারি বিশেষজ্ঞ। চাঁদপুরের শাহরাস্তি থেকে পেটের ছিদ্র নিয়ে ট্রমা সেন্টারে ভর্তি হওয়া করোনা আক্রান্ত মহিলার সূত্রে তিনি করোনা আক্রান্ত হয়েছেন। তিনিসহ কুমিল্লা জেলায় আরো ১৬ জন নতুন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন আক্রান্ত উপজেলা লালমাই। সেখানে দুই জন আক্রান্ত হয়েছেন। কুমিল্লা শহরের রাজগঞ্জ রাজবাড়ি কম্পাউন্ডের রওশন মঞ্জিলের আক্রান্ত ব্যক্তির স্ত্রী সন্তানের পর তার মা আক্রান্ত হয়েছেন।
কুমিল্লার সিভিল সার্জন ডা, নিয়াতুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঐ চিকিৎসককে আইসোলেশনে নেওয়া হয়েছে।
কুমিল্লার দেবীদ্বারে মারা যাওয়া এগারো গ্রামের লিল মিয়ার করোনা পজেটিভ এসেছে। সেখানে তিনিসহ ৪ জনের নতুন করোনা পজেটিভ। আর মুরাদনগরে একই বাড়িতে ৭ জনের করোনা পজেটিভ এসেছে। এ তথ্য নিশ্চিত করেছেন সংক্রমণ প্রতিরোধে জেলা সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী। শুক্রবার রাতে এসব রিপোর্ট আসে।