
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ২ নং ইউসুফপুর ইউনিয়নের করোনায় বিপর্যস্ত হওয়া ১২০টি পরিবারের মাঝে চাল, সয়াবিন তৈল, ডাল, আটা, পেয়াজ বিতরণ করা হয়। আজ বুধবার দুপুরে ১২ নং শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১২০ জন অসহায় দুস্থ ও নি¤œ আয়ের মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউসুফপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধুরী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. সফিকুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহীন মিয়া, সমাজসেবক মো. ইউনুছ মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধুরী বলেন, কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশনা এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউসুফপুর ইউপিতে কোন মানুষ খাদ্যের অভাবে থাকবে না। আমরা বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের দিয়ে বাড়ি বাড়ি খোঁজ খবর নিচ্ছি।
প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম বলেন, স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল তাঁর নিজস্ব তহবিল থেকে ১ কোটি ২০ লক্ষ টাকা খাদ্য সামগ্রী প্যাকেটজাত প্রক্রিয়ার কাজ চলছে। এ প্যাকেটজাত প্রক্রিয়া শেষ হলে উপজেলার ২০ হাজার পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা পৌছে দেয়া হবে। পরে প্রভাষক সাইফুল ইসলাম শামীম ইউপির প্রজাপতি গ্রাম থেকে ‘হ্যালো ছাত্রলীগ’ জরুরী খাদ্য সেবায় কল আসায় ওই বাড়িতে খাদ্য পৌছে দেন।
সংসদ সদস্য রাজী ফখরুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে জনসাধরণের মাঝে সামাজিক দুরত্ব বজায় রাখার উৎসাহ উদ্দীপনা দিয়ে মানুষরে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে আমার নেতা কর্মীরা। করোনায় গ্রামের অসহায় গরীব শ্রেনীর মানুষজন কর্মহীন হয়ে পড়েছে এবং অনেকে লোক লজ্জায় কিছু চাইতে পারছেনা তাই কর্মহীন ও নি¤œ আয়ের মানুষ ও মধ্য বিত্তদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেয়া অব্যাহত রেখেছি। করোনার প্রকোপে কাউকে এক বেলাও না খেয়ে থাকতে দেয়া হবেনা।