নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ে করোনা-পরিস্থিতে উপার্জন বন্ধ হয়ে যাওয়া বেঁদে পল্লীতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলার মোকাম পশ্চিমপাড়া গ্রামের ওই পল্লীতে গিয়ে প্রধানমন্ত্রীর উপহার তাঁদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরুল হাসান।
জানা গেছে, জেলার বুড়িচং উপজেলার মোকাম পশ্চিমপাড়া এলাকায় বেঁদে পল্লীতে ৩৪টি পরিবার বসবাস করেন। এসব বেঁদেরা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সাপ ধরা, খেলা দেখানো, শিঙ্গা লাগানো, চোখের পোকা বের করাসহ বিভিন্ন কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।
গত ১০ এপ্রিল কুমিল্লা জেলা লকডাউন ঘোষণার পর থেকে হতদরিদ্র বেদেরা অসহায় হয়ে পড়েন। নিরুপায় হয়ে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এর দ্বারস্থ হন বেঁদে সর্দার তাজ উদ্দিন।
পরে তাঁর নির্দেশে বুধবার সকালে নিজের গাড়িতে ৩৪টি পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার নিয়ে বেঁদে পল্লীতে ছুটে যান বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান। সামাজিক দূরত্ব বজায় রেখে ৩৪টি পরিবারের কাছে তিনি প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পৌছে দেন। এতে প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ১ লিটার তেল ও ১ কেজি লবন দেয়া হয়।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান জানান, ‘করোনার প্রভাবে বেঁদে পল্লীর লোকজনদের উপাজর্ন বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন খুব অসহায়। বিষয়টি অবগত হয়ে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমি নিজে গিয়ে ৩৪টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামাজিক দূরত্ব বজায় রেখে পৌছে দিয়েছি।
তিনি বলেন, যারা মধ্যবিত্ত রয়েছেন এবং লাইনে দাঁড়াতে সংকোচবোধ করেন, তারা ফোন বা এসএমএস করলে তাদের ঘরেও আমরা খাবার পৌঁছে দিচ্ছি। ইতিমধ্যে বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যানদের মাধ্যমে হতদরিদ্র লোকদের কাছে খাবার পৌছে দিয়েছি।