বরুড়ায় করোনা পরীক্ষার জন্য আরো চারজনের নমুনা সংগ্রহ
৪জনের রির্পোট নেগেটিভ, ৪জনের এখনো রির্পোট আসেনি
Published : Saturday, 11 April, 2020 at 3:41 PM, Update: 21.04.2020 6:33:18 PM

ইলিয়াছ আহমদ, বরুড়া||
কুমিল্লা জেলার বরুড়া পৌরসভা থেকে করোনা ভাইরাস পরীক্ষা করার জন্যে আরো চারজনের নমুনা সংগহ করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে বরুড়া পৌরসদরের অজুর্নতলা গ্রাম থেকে একটি পরিবারের তিনজনের ও শনিবার সকালে একজন নারী স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে উপজেলা হেলথ কমপ্লেক্সের কর্মকরত ডা. ভাস্কর, ডা.কামরুল হাসান ও টেকনোলজিস এমপিপিআই হারুনুর রশিদ। এ পর্যন্ত বরুড়ায় ৯জনের নমুনা সংগহ করা হয়েছে। এ পর্যন্ত চারজনের রির্পোট নেগেটিভ এসেছে। পরের চারজনের পরীক্ষার ফলাফল এখনো জানানো হয়নি। এ বিষয়ে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা ডা. নিশাত সুলতানা জানান, নতুন করে আরো চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনজন একই পরিবারের। তারা গত কয়েদিন পূর্বে নারায়নগঞ্জ থেকে বরুড়ায় প্রবেস করে ও একজন স্বাস্থ্যকর্মী বলে তিনি সাংবাদিকদের জানান। অপরদিকে তিনি আরো জানান, আগাম প্রস্তুতি হিসেবে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়কে হোম কোয়ারেন্টাইন হিসেবে প্রস্তুত রাখা হচ্ছে।