Published : Wednesday, 26 February, 2020 at 12:00 AM, Update: 26.02.2020 2:22:07 AM

কুবি
প্রতিনিধিঃ কাসরুম সকট নিরসনসহ ৫ দফা দাবিতে আন্দোলনে নেমেছে কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যাবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা। মঙ্গলবার
সকাল ১০ টা থেকে অনুষদের সামনে আন্দোলন শুরু করে তারা। পরে প্রশাসনিক ভবনের
কলাপসিবল গেইটে তালা ঝুলিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।
পাঁচ দফা দাবি
হলো শ্রেণিকক্ষ সংকট নিরসন, প্রত্যেক বিভাগের জন্য ল্যাবরুম, সেমিনার রুম,
শিক্ষকদের জন্য পর্যাপ্ত রুম, কমনরুম এবং স্বতন্ত্র বিজনেস স্টাডিজ অনুষদ।
আন্দোলনে
নেতৃত্ব দেয়া ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন,
‘বিজনেস স্টাডিজ অনুষদে চারটি বিভাগ রয়েছে। আমাদের যে শ্রেণিকক্ষ রয়েছে তা
পর্যাপ্ত নয়। এছাড়াও আমাদের কোন ল্যাব কিংবা সেমিনার নেই। মেয়েদের জন্য
একটা কমনরুম পর্যন্ত নাই। প্রশাসন আজ আমাদের সাথে বসেছিল। রবিবার পর্যন্ত
সময় নিয়েছেন তারা। আমরা এ কারণে আন্দোলন স্থগিত করেছি।’
এসব বিষয়ে
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের
বলেন, ‘শিক্ষার্থীদের সাথে আমরা বসেছিলাম। ওদের দাবি শুনেছি। বৃহস্পতিবার
উপাচার্য মহোদয় আসলে বিষয়টি নিয়ে আমরা বসব। আশা করি আগামী রবিবারের মধ্যে
সমাধান হবে।’