কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে বসন্ত আগমনী উৎসব
Published : Friday, 14 February, 2020 at 12:00 AM
স্টাফ
রিপোর্টারঃ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে বসন্ত আগমনী উৎসব উদযাপন হয়েছে।
বৃহস্পতিবার ১৩ ফেব্রয়ারী মাঘের শেষ দিনে বসন্তকে স্বাগত জানিয়ে কবি নজরুল
ইন্সটিটিউট মুক্তমঞ্চ থেকে সকাল নয়টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নজরুল ইন্সটিটিউট মুক্তমঞ্চে এসে দিন
ব্যাপী কবিতা আবৃত্তি গান নাচ দিয়ে বসন্ত আগমনী উৎসব উদযাপন করা হয়। এছাড়াও
বিভিন্ন প্রতিষ্ঠান ও কলেজেও উদযাপিত হয়ে বসন্ত উৎসব।
কবি নজরুল
ইন্সটিটিউটের ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান
উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংস্কৃতিসেবী অধ্যক্ষ হাসান ইমাম
মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক নুরে আলম। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজিমুল
আহসান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহতাব
সুমন, বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের উপ পরিচালক রাফিকুল হাসান, উপ
বার্তা নিয়ন্ত্রক নাজমুল হাসান, কুমিল্লা প্রেসকাবের আহবায়ক মাসুক আলতাফ
চৌধুরী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বসন্ত আগমনী উদযাপন অ্যাপায়ন
উপ-কমিটির আবুল হোসেন, রতœা রায়, তাহমিনা বেগম, বিলকিছ আক্তার, মারজিয়া
ফেরদৌস। র্যালী উপ-কমিটির আহবায়ক ও কুমিল্লা আবৃত্তি সংসদের সভাপতি
তাহমিনা বেগম, সদস্য সচিব দেলোয়ার হোসাইন আকাইদ। সাজসজ্জা উপ-কমিটির
সুমাইয়া আক্তার, তানজিনা নুসরাত, মাকসুদা আক্তার রুমা, ইরা তানজিনা, নোমান
আব্দুল্লাহ । অর্থ উপ-কমিটির সাজেদা হক, স্মৃতি শর্মা, রতœা রায়।
সাংস্কৃতিক উপ-কমিটির চৌধুরী মারঈয়াম হাসমী, মিতা চক্রবর্তী, সুষমা সেন,
মল্লিকাসহ অন্যন্যরা।
দিন ব্যাপী মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায়
অংশগ্রহণ করেন অথৈ, আলিশা, আদি, স্নেহা, শ্রাবণ, অনুভব, রামিসা, ভূমি,
প্রভা, রাবিদ, শাদী, অহনা, নাভা,নিধী, রিয়া, তানজিনা, তাহমিনা, তানিয়া,
অভয়া, তানভীর, ইশা, সারিকা সহ নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রের
অর্ধশতাধিক শিক্ষার্থী।
আমন্ত্রিত সঙ্গীত দল সমীকরণের মনোমুগ্ধকর
পরিবেশনা ও সঙ্গীত শিল্পী ইশফাত আরা, আল্পনা সাহার সঙ্গীত সবাইকে আনন্দ
দেয়। আমন্ত্রিত আবৃত্তি শিল্পী সুলতানা পারভীন দীপালি, গোলাম মোস্তফা
বসন্তের কবিতা থেকে আবৃত্তি করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন নজরুল ইন্সটিটিউট
কুমিল্লা কেন্দ্রের ইনচার্জ মোঃ আল আমিন।