Published : Tuesday, 21 January, 2020 at 12:00 AM, Update: 21.01.2020 2:05:24 AM

শনিবার
রাতে কুমিল্লা নগরীর লাকসাম রোডে ৬টি খাদি দোকানে চুরির ঘটনায় কোতয়ালী
থানায় অভিযোগ দায়ের করেছেন খাদি কটেজের পরিচালক মোস্তফা কামাল। গতকাল
রবিবার এই অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে তিনি উল্লেখ করেন ওই এলাকার
খাদি ভবন, খাদি কটেজ, শিল্পী খাদি বিতান, খাদি জ্যোৎস্না স্টোর, আনন্দ খাদি
বিতান, আনন্দ ফার্মেসী থেকে জামা-কাপড়, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ মোট
৫ লক্ষ টাকার মালপত্র চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ব্যাপারে ঘটনায় জড়িত
চোর ও চোরাই মালামাল উদ্ধারের জন্য পুলিশের কাছে আবেদন করা হয়। উল্লেখ্য গত
শনিবার রাতে দোকান বন্ধ করে যাওয়ার পর লাকসাম রোডের পশ্চিম পাশে আনন্দ
ফার্মেসীর সিলিং কেটে একই সাড়ির খাদি ভবন, খাদি কটেজ, শিল্পী খাদি বিতান,
খাদি জ্যোৎস্না স্টোর, আনন্দ খাদি বিতানে চুরি সংগঠিত হয়। এর আগেও খাদি
কটেজের পেছনের দেয়াল ভেঙ্গে নগদ ১৫ হাজার, ১টি কম্পিউটার ও সিসি ক্যামেরা
চুরি হয়ে যায়।
ব্যবসায়ীরা লাকসাম রোডের রামঘাট এলাকায় নিরাপত্তা জোরদার করার দাবী জানান।