বুড়িচংয়ের ময়নামতিতে ধর্ষণের অভিযোগে যুবক আটক
Published : Monday, 20 January, 2020 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
কুমিল্লা
বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুরে এক তরুনীকে ধর্ষনের অভিযোগে
শম্ভু চন্দ্র প্রকাশ সুমন (৩৪) নামে এক ধর্ষক কে আটক করেছে দেবপুর ফাড়ি
পুলিশ। ঘটনার বিবরণ ও মামলা সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার চাপানগর
গ্রামের এক তরুনীর সাথে মোবাইলে পরিচয়ের সূত্র ধরে গত ১৭ জানুয়ারী সারাদিন
কুমিল্লা শহরে ঘুরাফেরা করে দুজন। সন্ধ্যায় প্রেমিক ব্রাহ্মণপাড়া উপজেলার
রামনগর গ্রামের পিন্টু দাশের ছেলে শম্ভু চন্দ্র দাস প্রকাশ সুমন ময়নামতি
ইউনিয়নের ফরিজপুর এলাকায় জনমানব শুন্য আঃ রশিদের ফাঁকা বসতঘরে নানা অজুহাত
দেখিয়ে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে ঢুকিয়ে ঐ তরুণীকে জোরপূর্বক ধর্ষন করা
অবস্থায় মেয়ের শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। এলাকার লোকজন মেয়েটিকে
উদ্ধার কেরে শম্বুকে গনপিটুনি দিয়ে থানায় খবর দিলে দেবপুর ফাড়ি পুলিশের এ
এস আই দেলোয়ার ঘটনাস্থলে গিয়ে শম্ভুকে আটক করে। মেয়েটিকে উদ্ধার করে থানায়
নিয়ে আসে। পরে খবর পেয়ে মেয়ের বাবা বাদী হয়ে থানায় শম্ভু চন্দ্র দাসকে
আসামী করে মামলা দায়ের করে। বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা
মোজাম্মেল হক সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনায় শম্বুকে আটক দেখিয়ে
কারাগারে পাঠানো হয়েছে।