Published : Tuesday, 7 January, 2020 at 12:00 AM, Update: 07.01.2020 1:39:44 AM

রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনা উপজেলার এক আঞ্চলিক সড়কে সিএনজি অটোরিক্সার সংঘর্ষে নারী ও শিশু সহ ৯জন আহত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় চান্দিনা-বাড়েরা সড়কের নরসিংহপুর এলাকার একটি ব্রিকস ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা
হলো- চান্দিনার সব্দলপুর গ্রামের খোকন মিয়ার ছেলে লিটন মিয়া (২৯), একই
উপজেলার কাদুটি গ্রামের মো. খোকন এর মেয়ে তানহা (১২), মিরাখোলা গ্রামে
মোর্শিদা বেগম (৩০), টামটা গ্রামের জামাল হোসেন এর মেয়ে ফারহানা (১৫),
বেলাশহর গ্রামের মোতালেব মিয়ার মেয়ে এমিলী (৩৮), ঢাকায় বসবাসকারী নাজির
হোসেন (৫০), তার স্ত্রী আয়েশা আক্তার (৪০), মেয়ে জান্নাত (২) ও দেবিদ্বারের
বরকামতা গ্রামের আব্দুস ছাত্তার (৬০)।
এদের মধ্যে তানহা, নাজির হোসেন,
তার স্ত্রী আয়েশা আক্তার, মোর্শেদা বেগম, আব্দুস ছাত্তার ও ফারহানাকে
উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আবার
তাদের মধ্যে ৪জনকে ঢামেকে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়-
চান্দিনা-বাড়েরা সড়কের নরসিংহপুর ব্রীকস ফিল্ড এলাকার ১শ গজের মধ্যে বেশ
কয়েকটি ভয়ঙ্কর বাঁক রয়েছে। আর সেখানে প্রায়ই ঘটে দুর্ঘটনা। সোমবার সকালে
বাড়েরা থেকে চান্দিনামুখী একটি মাইক্রোবাসের সাথে বিপরীতমুখী একটি সিএনজি
অটোরিক্সার সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়- আহত ৯জনের মধ্যে ৬জনকে উন্নত চিকিৎসার জন্য কুমেকে পাঠানো হয়েছে।
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামস্ উদ্দিন ইলিয়াস জানান, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখবো।