Published : Thursday, 5 December, 2019 at 12:00 AM, Update: 05.12.2019 2:26:57 AM

কুমিল্লায়
বিজিবি ও বিএসএফ এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিবির বাজার
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৮৩/১০-এস এর বিপরীতে ভারতের
অভ্যন্তরে “শ্রীমান্তপুর এলসিএস” নামক স্থানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে
বিজিবি ও বিএসএফ এর মধ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিজিবির
পক্ষে ১৪ সদস্যের দলের নেতৃত্ব দেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর
অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ গোলাম ফজলে রাব্বি, পিএসসি এবং ১৪৫ বিএসএফ
ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন কমান্ড্যান্ট গণেশ কুমার।
সমন্বয় সভায়
বাংলাদেশর বিবির বাজার আইসিপি ও ভারতের শ্রীমান্তপুর এলসিএস এর উন্নয়নমূলক
কাজসহ সীমান্ত হত্যা,অবৈধ অনুপ্রবেশ রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধ
সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ-ভারত সীমান্তে পরস্পরের সাথে
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে
বিজিবি ও বিএসএফ এর প্রতিনিধিরা।
সমন্বয় সভা শেষে বিজিবি ও বিএসএফ সদস্যরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন।