Published : Wednesday, 4 December, 2019 at 12:00 AM, Update: 04.12.2019 1:47:26 AM

তানভীর
দিপু: টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি কার্যক্রম শুরু হয়েছে কুমিল্লায়।
গতকাল মঙ্গলবার সকালে রাজগঞ্জে এই কার্যক্রমের উদ্ভোধন করেন জেলা প্রশাসক
মোঃ আবুল ফজল মীর। সকাল ১১টা থেকে কুমিল্লা নগরীর ৩টি স্পটে একসাথে পেঁয়াজ
বিক্রি শুরু হয়। ইপিজেড গেট আশ্রাফপুর (ইয়াছিন মার্কেট), নোয়াগাঁও ও
রাজগঞ্জ এলাকায় এই পেঁয়াজ বিক্রি চলে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪৫
টাকা দরে জন প্রতি ১কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন। ৩টি প্রতিষ্ঠানের
ডিলারশীপের মাধ্যমে এই কার্যক্রম চালাচ্ছে প্রশাসন। জাতীয় ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম জানান, ফারহানা
ট্রেডার্স, গ্রীন এন্টারপ্রাইজ ও হাবীব এন্টার প্রাইজের মাধ্যমে টিসিরি
পেঁয়াজ বিক্রিয় শুরুর দিনে প্রতি ডিলার ২০০০ কেজি এবং পরদিন ১০০০ কেজি করে
বিক্রি করা হবে। পরবর্তীতে সরবরাহ সাপেক্ষে এই কার্যক্রম চালু রাখা হবে।
ফারহানা টেডাসের্র সত্বাধিকারী মোঃ আব্বাস জানান, সকালে পেঁয়াজ বিক্রি শুরু
হওয়ার পর থেকে ট্রাকের সামনে লাইন ধরে ভিড় জমতে থাকে। আমরা এক

কেজি করে
পেঁয়াজ বিক্রি করে হিমশিম খাচ্ছি।
তবে টিসিবি সরবরাহ রাখলে আমরা এই
কার্যক্রম চালিয়ে যেতে পারবো। জেলা প্রশাসনের ঘোষণা আর ফেসবুক পোষ্ট থেকে
জেনে সকাল ১০টা থেকেই টিসিবির পেঁয়াজের ট্রাকের সামনে ভিড় জমায় ক্রেতারা,
১কেজি পেঁয়াজের জন্য একজনকে অন্তত ২০/২৫ মিনিট অপেক্ষা করতে হয়। তারপরও
অনেকটা যুদ্ধজয়ের মত খুশি হতে দেখা গেছে ক্রেতাদের রাজবাড়ী এলাকার বাসিন্দা
আলম জানান, ২৩ মিনিট অপেক্ষা করে পেঁয়াজ ১কেজি নিতে পেরেছি, তাতেও খুশি।
অন্তত ১০০ টাকা বাঁচতে পেরেছি এতেই খুশি।