
গত ২৮ নভেম্বর কুমিল্লার ময়নামতি বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে বাংলাদেশ রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশন, ময়নামতি ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মেহমানে আলা হিসেবে কুরআন সুন্নাহর আলোকে, ঈমান, প্রিয় নবীজীর প্রতি মুহাব্বত এবং আমলের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ঈমানী নূরানী তাকরির পেশ করেন খলিফায়ে খানদানে আলা হযরত (ইউ.পি ভারত), বাংলাদেশ রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশন এর চেয়ারম্যান, নেত্রকোনা রেজভীয়া দরগাহ শরীফের পীর সাহেব, পীরে কামেল আল্লামা আালহাজ্ব মুফতী নাজিরুল আমিন রেজভী হানাফী কাদেরী (মাঃজিঃআঃ)। সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পরিষদের সম্মানিত সদস্য হাজী মো: তারেক হায়দার। আমন্ত্রিত ওয়ায়েজীনে কেরাম- রেজভীয়া দরগাহ শরীফের খলিফা আল্লামা মুফতি ইব্রাহীম খলিল রেজভী, বুড়িচং উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাও: বাইজিদ রাজা রাজাবি, বাংলাদেশ রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশনের মহাসচিব মুফতী কাজী ছিদ্দিকুর রহমান রেজভী, কুমিল্লা কালেক্টরেট জামে মসজিদের খতিব আল্লামা মুফতী আহমাদ রেজা সোহাগ, বাংলাদেশ রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক মুফতী আলমগীর হোসাইন আন নাজিরী, আমন্ত্রিত মেহমান প্রবাসী মো: মুরাদ মোর্শেদ, ৬নং ময়নামতি ইউনিয়ন পরিষদের মেম্বার মো: শামিম, মো: আজিম চৌধুরী, বাংলাদেশ রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখার সভাপতি গোলাম সারোয়ার ভূইয়া, মো: জামাল ভূইয়া, মো: আজাদ, মো: শামিম, মো: সাইফুল হায়দার নাহিদ, ডা: মো: শামিম, মো: সিরাজুল ইসলাম (প্রগতী) ও মো: বাদল। মাহফিল পরিচলানা করেন মো: তাজুল ইসলাম রেজভী আন নাজিরী, মো: ফয়েজ ও মো: রাসেল প্রমুখ।