
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার লালমাইয়ে গাছে আগুন লাগিয়ে ‘অলৌকিক ঘটনা’ বলে গুজব
ছড়াচ্ছে একটি মহল। শুক্রবার (২৯) নভেম্বর রাতে উপজেলার বাগমারা দক্ষিণ
ইউনিয়নের পূর্ব অশ্বথতলা গ্রামে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর থেকে একটি মহল
এটিকে অলৌকিক ঘটনা বলে প্রচার চালাচ্ছে। আবার অনেকেই বলছে গুজব।
খবর
পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসে পুলিশ। পরে পুলিশ জানিয়েছে, এটি অলৌকিক কোনো
ঘটনা নয়। ইচ্ছাকৃতভাবে কেউ গাছের মধ্যে সৃষ্ট গর্তে আগুন লাগিয়ে অপপ্রচার
চালাচ্ছে।
আলমগীর হোসেন অপু নামে স্থানীয় এক যুবক বলেন, ‘রাতে আগুনের
খবর পেয়ে অন্যদের সাথে আমিও ঘটনাস্থলে আসি। এসে দেখি একটি নিম গাছের
মাঝখানে আগুন জ্বলছে। সাথে সাথে এটি আমি ফেসবুক লাইভে প্রচার করি। পরে খবর
পেয়ে লাকসাম থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে পানি ঢেলে আগুন
নেভায়।’
আগুন লাগা নিম গাছের মালিক বাগমারা বাজারের ব্যবসায়ী আমিনুল
ইসলাম সওদাগর বলেন, ‘কিভাবে গাছে আগুন লাগলো তা আমি জানি না। তবে বিষয়টি
এলাকার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে
আগুন নিভিয়েছে।’
জানতে চাইলে লালমাই থানার ওসি মোহাম্মদ আইউব বলেন, ‘নিম
গাছটির মাঝাঝাটি অংশে কিছুটা জায়গা শুকনো জায়গায় কেউ আগুন ধরিয়ে দিলে
সেখান থেকে ধোয়া বের হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেউ ছবি ও
ভিডিও ছড়িয়ে দেয়। এটি কোনো অলৌকিক ঘটনা নয়। বিষয়টি নিয়ে একটি মহল গুজব
ছড়িয়েছে।’