
শফিকুল ইসলাম পলাশ, হোমনা ||
কুমিল্লার
হোমনায় জরুরী পুলিশি সেবা গ্রহণের নামে ৯৯৯ -এর অপব্যবহার করে উল্টো
পুলিশকে হয়রানি করার দারি করেছে হোমনা থানা পুলিশ। গতকাল শনিবার হোমনা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী স্বাক্ষরিত এক
সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকেল ৩ টা ৫০ মিনিটে হোমনা
উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর বাজার থেকে সাগর নামে এক যুবক ৯৯৯ -এ কল
করে ওই ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের একটি পুকুর পাড়ের ছোট একটি ঘরে
কয়েকজনকে জুয়া খেলতে দেখেছে, এখন সেখানে নেই; সন্ধ্যায় আবার জুয়া খেলায়
বসবে মর্মে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে দিনের বেলায় ডিউটি করার সময়
হোমনা থানার এস আই আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যা সোয় ৬টায়
ঘটনাস্থলে যান। পুলিশ তথ্য অনুযায়ী সংবাদদাতার সঙ্গে যোগাযোগ করে এবং
ঘটনাস্থলে গিয়ে ওই ঘটনার কোনো সত্যতা পায় নি। এতে পুলিশের সন্দেহ হয়। পরের
দিন সকাল ৭টায় জুয়া খেলায় বসার মিথ্যা তথ্য দিয়ে পুনরায় পুলিশকে হয়রানি
করার চেষ্টা করে সে। তখন পুলিশ তাকে চ্যালেঞ্জ করলে (সংবাদদাতা) তার নাম
সাগর নয়, নিজেকে মুরাদনগর উপজেলার নাগেরকান্দি গ্রামের কাশেমের ছেলে সুমন
বলে জানায়। পরে পুলিশ তাকে ৯৯৯ -এর অপব্যবহার করার অপরাধে হোমনা থানায় নিয়ে
যায়।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে
রাব্বী জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে একজনের সঙ্গে তার বিরোধ ছিল বলে তাকে
হেনস্থা করার উদ্দেশ্যে ফুফাতো ভাইয়ের পরামর্শে ৯৯৯-এ কল করার কথা জানায়
সে। সাগর ওরফে সুমন পুলিশকে মিথ্যা তথ্য দেওয়ার কথা স্বীকার করে এবং
ভবিষ্যতে আর কখনো মিথ্যা তথ্য দিবে না বলে ক্ষমা চেয়ে অঙ্গীকার করে। পরে
জিডি মুলে তাকে তার বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।