Published : Saturday, 23 November, 2019 at 12:00 AM, Update: 23.11.2019 2:37:30 AM

ইসমাইল নয়ন ॥ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার আসামী ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়।
গ্রেফতাকৃতরা হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের শাহিন মিয়ার ছেলে ডাকাতি মামলায় পলাতক আসামী আল মামুন টিপু (২৩), একই উপজেলার চান্দলা গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মো. তাজুল ইসলাম (২৪), উত্তর তেতাভূমি গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে মো. শফিক এবং দক্ষিণ শশীদল গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর বৃহস্পতিবার রাতে থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ এর নির্দেশে ব্রাহ্মণপাড়া থানার অফিসারগণ সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে প্রত্যাককে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ সত্যতা নিশ্চিত করেছেন।