
স্টাফ রিপোর্টার।। সম্প্রতি কার্যকর নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে গত কয়েকদিন যাবত দেশের বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকরা অঘোষিত ধর্মঘট করলেও কুমিল্লায় এর প্রভাব ছিল না। আজ বুধবার সকাল থেকে কুমিল্লার বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে শ্রমিকদেরকে সড়ক-মহাসড়ক অবরোধ করতে দেখা গেছে। দুপুর পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরে শ্রমিকরাঅবরোধ করে মহাসড়কে যানচলাচল বন্ধ করে দেন। এছাড়া শহরের শাসনগাছা, জাঙ্গালিয়া বাসস্ট্যা-, চকবাজার বাসস্ট্যা-ে শ্রমিকরা অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে দেন। এ পর্যায়ে শহরের রেইসকোর্সে রেলওয়ে ওভারপাসের সামনে এবং পদুয়া বাজারের রেলওয়ে ওভারপাসের নীচে শ্রমিকরা অবস্থান নেন। পদুয়া বাজারের রেলওয়ে ওভারপাসের নীচে শ্রমিকরা বাস এলোপাথারি রেখে মহাসড়কে যানচলাচল বন্ধ করে দেন।
দুপুর একটার দিকে পুলিশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেওয়া কয়েকজন শ্রমিককে সরিয়ে দিলে আলেখারচরে আটকে পড়া যানবাহন চলাচল শুরু হয়। এ সময় রেইসকোর্সে রেলওয়ে ওভারপাসের সামনে ও আলেখারচর মোড়ে অবস্থান নেওয়া শ্রমিকদের সরে যেতে বলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
দুপুর পৌঁনে দুইটায় পদুয়া বাজারের রেলওয়ে ওভারপাসের নীচে বাস এলোপাথারি রেখে শ্রমিকরা যান চলাচল বন্ধ করে রেখেছেন বলে খবর পাওয়া গেছে।