Published : Monday, 18 November, 2019 at 12:00 AM, Update: 18.11.2019 1:35:00 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় ওয়াজ মাহফিল ও মেলার আয়োজনে জেলা প্রশাসকের অনুমতি
নিতে হবে। জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের বরাত দিয়ে এ বিষয়ে একটি
নির্দেশনা জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে প্রদান করা হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিন্টু বেপারী স্বাক্ষরিত এ
নির্দেশনাটি ১৪ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।
‘জেলা আইন. শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত’ সূত্রের বরাত দিয়ে নির্দেশনায় উল্লেখ করা হয়-
উপর্যুক্ত
বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কুমিল্লা জেলায় ওয়াজ
মাহফিল/মেলা/কোন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নি¤েœ উল্লিখিত নির্দেশনাসমূহ
প্রতিপালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলোঃ-
১। জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কোন ওয়াজ মাহফিল/মেলা করা যাবে না।
২। কোন ওয়াজ মাহফিলে বিতর্কিত বক্তাকে আমন্ত্রণ করা যাবে না এবং কোন বিতর্কিত বক্তব্য দেয়া যাবে না।
৩। অনুমোদিত মাইক সংখ্যার অতিরিক্ত মাইক ব্যবহার করা যাবে না।
৪।
সাউন্ড সিস্টেম মালিকগণ অনুষ্ঠানের অনুমতিপত্র ছাড়া সাউন্ড সিস্টেম ভাড়া
প্রদান করতে পারবেন না। প্রয়োজনে সাউন্ড সিস্টেম মালিকগণ উপজেলা নির্বাহী
অফিসারগণের সাথে আলোচনা করে ভাড়া প্রদানের ব্যবস্থা গ্রহণ করবেন।
এমতাবস্থায়, বর্ণিত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।