অটিস গিবসন কুমিল্লার কোচ আইকন সৌম্য
Published : Monday, 18 November, 2019 at 12:00 AM
বিপিএল
এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে হচ্ছে। আগের কিছুই থাকছে না। টুর্নামেন্টের
নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। দলগুলোর নাম বদলে গেছে। পরিবর্তন আসছে
কোচ পদেও।
রাজধানীর হোটেল রেডিসনে শুরু হয় এবারের বিপিএলের প্লেয়ার্স
ড্রাফট। ওয়েস্ট ইন্ডিজের অটিস গিবসন দায়িত্ব নিচ্ছেন কুমিল্লা ওয়ারিয়র্সের
কোচ হিসেবে। প্লেয়ার্স ড্রাফটে আইকন ক্রিকেটার সৌম্য সরকারকে পেয়েছে
কুমিল্লা।
কুমিল্লা ওয়ারিয়র্স
দেশি ক্রিকেটার : সৌম্য সরকার (এ), আল
আমিন হোসেন সিনি. (সি), ইয়াসির আলি (বি), সাব্বির রহমান (বি), সানজামুল
ইসলাম (বি), আবু হায়দার রনি (বি), মাহিদুল ইসলাম অঙ্কন (ডি), সুমন খান
(ডি), ফারদিন হোসেন অনি (ডি)।
বিদেশি ক্রিকেটার : কুশল পেরেরা, মুজিব-উর রহমান, ডেভিড মালান, দাসুন সানাকা।
জানা
গেছে, বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ঢাকা প্লাটুনে
খেলবেন তামিম ইকবালের সঙ্গে। ‘এ’ প্লাস ক্যাটাগরির বাকি দুই তারকা মুশফিকুর
রহিমকে নিয়েছে খুলনা টাইগার্স ও মাহমুদউল্লাহ রিয়াদকে টেনেছে চট্টগ্রাম
চ্যালেঞ্জার্স।
রোববার রাজধানীর একটি হোটেলে হয়ে গেল বঙ্গবন্ধু বিপিএলের
খেলোয়াড় ড্রাফট। এবার নিজস্ব ব্যবস্থাপনা ও পরিচালনায় বিপিএল আয়োজন করছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট মাঠে গড়াবে ১১ ডিসেম্বর।
ড্রাফটে
প্রথমসারির ক্রিকেটারদের প্রায় সকলেই দল পেয়েছেন। দলগুলো অবশ্য নির্ধারিত
সংখ্যা থেকে কিছু খেলোয়াড় কম ডেকেছে। তারা পরে সুযোগ পাবে খেলোয়াড় নেয়ার।