Published : Monday, 18 November, 2019 at 12:00 AM, Update: 18.11.2019 1:34:46 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেছেন, এসএসসি
পরীক্ষার্থীদের ফরম পূরণে বোর্ড নির্ধারিত টাকার অতিরিক্ত টাকা আদায় করলে
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বাতিলের সুপারিশসহ কঠোর ব্যবস্থা
গ্রহণ করা হবে। অতিরিক্ত টাকা নেয়া হয় এরকম অভিযোগ বরদাস্ত করা হবে না।
এছাড়া পিএসসি পরীক্ষায় যেন কোন প্রকার অনিয়ম না হয় সেদিকে সকলকে খেয়াল
রাখতে হবে।
গতকাল কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে
অনুষ্ঠিত মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক
এসব কথা বলেন।
তিনি বলেন, সামনে খাদ্য বিভাগ কর্তৃক আগামী মাসে মোট
১১৮৬৮ মেঃ টন ধান সংগ্রহ করা হবে তা যেন প্রকৃত কৃষক থেকে সংগ্রহ করতে হবে।
সরকারি স্থাপনা অবৈধ দখলদারদের হাত থেকে দখলমুক্ত করতে প্রয়োজনে মামলা করে
উচ্ছেদ করতে হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) আজিম-উল-আহসান
বলেন, ফেইসবুকে উস্কানিমূলক পোস্ট শেয়ারের ক্ষেত্রে সচেতন হতে হবে।
অসাবধানতাবশত: বিতর্কিত পোস্ট যেন শেয়ার না হয় সেদিকে সচেতন হতে হবে।
কুমিল্লায় ১৬ টি মডেল মসজিদের মধ্যে ৭ টির কাজ চলছে,৭ টি টেন্ডার প্রক্রিয়াধীন ২ উপজেলায় এখনো স্থান নিশ্চিত করা হয় নি।
অতিরিক্ত
জেলা প্রশাসক(সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী এর সঞ্চালনায় এসময় আরো
উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব হেলাল উদ্দিন,উপজেলা নির্বাহী
কর্মকর্তাগন,উপজেলা চেয়ারম্যানগন, দাউদকান্দি পৌর মেয়রসহ জেলা উন্নয়ন
সমন্বয় কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।