চান্দিনায় বাড়ির পাশে নসিমন চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
Published : Sunday, 17 November, 2019 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় বাড়ির পাশে জাকির হোসেন (৪৮) নামে এক নসিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার
(১৬ নভেম্বর) সকালে উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তুপুর মধ্যপাড়া এলাকায় এ
ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের আব্দুল হাকিম এর ছেলে।
নিহতের
বড় ভাই বাচ্চু মিয়া জানান, পাঁচ ভাইয়ের মধ্যে জাকির চতুর্থ। সারা দিন নসিমন
চালানোর পর প্রতিদিনের মত শুক্রবার সন্ধ্যায় রাতের খাবার শেষে বাড়ির পাশের
চা দোকানে যায়। রাতে বাড়ি ফিরেনি।
শনিবার সকালে বাড়ি সংলগ্ন একটি
ডোবার পাশে হাত-পা বাঁধা ও গলায় রশি প্যাঁচানো অবস্থায় তার মরদেহ দেখে
স্থানীয় এক নারী আমাদের খবর দেয়।
নিহতের স্ত্রী মহিফুল বেগম জানান, রাত
অনুমান ৯টায় আমি ফোন করি। তখন তিনি (জাকির হোসেন) বলেছিলেন- ‘চা খাইতেছি।
একটু পরে আয়াম (আসবো)’। রাত ১০টায় ফোন করার পর তার মোবাইল ফোন বন্ধ। সারা
রাত অনেক বার চেষ্টা করেছি। সকালের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার
স্বামীকে কে বা কারা মেরে ডোবার পাশে ফেলে রাখে।
পরিবারের সাথে ১২
বছরের শিশু সাঈদও দৌঁড়ে এসে পিতার গলায়, হাতে-পায়ে বাঁধা অবস্থায় দেখে বাঁধ
খুলে। আমার চিৎকার করে বলে- ‘আমার আব্বারে হাসপাতালে নেন। আমার আব্বা এখন
জীবিত আছে। আমার আব্বা মরে নাই’। তার এমন বুকফাটা আর্ত্মনাদে ভারী হয়ে উঠে
আস-পাশের পরিবেশ।
এদিকে খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ এসে ওই ডোবার পাশ থেকে মরদেহ উদ্ধার করে।
চান্দিনা
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করে বলেন-
নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগামীকাল (রবিবার) সকালে ময়নাতদন্তের জন্য
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের ছোট মেয়ে
নাঈমা আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
১৬/১১/১৯ রোটারি
কাব অব কুমিল্লা সানসেটের সাস্হ সেবা কর্মসূচিতে উপস্থিত ছিলাম। উপস্থিত
ছিলেন জেলা গভর্নর নমিনি রোটারিয়ান আবু ফয়েজ খাঁন চৌধুরী, কাব সভাপতি
এডভোকেট সাইফুল সহ কাবের রোটারিয়ান এবং সেবা গ্রহন কারিরা।