Published : Sunday, 10 November, 2019 at 12:00 AM, Update: 10.11.2019 12:50:20 AM

নজরুল ইসলাম দুলাল ||
মুক্তিযোদ্ধের
প্রত্যাশিত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘লার্নিং বাই ডুয়িং
হোক শিক্ষার ভিত্তি’- এ প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার ইনস্টিটিউশন অব
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কুমিল্লা জেলা শাখার উদ্যোগে
সংগঠনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। এ
উপলক্ষে বেলা ১১টায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন। আইডিইবি
জেলা শাখার সভাপতি প্রকৌ: মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে সভায়
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ
প্রকৌ: মোহম্মদ রিহান উদ্দিন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌ:
মো. হাফিজ উদ্দিন, কাউন্সিলর প্রকৌ: আলেক হোসেন জুয়েল প্রমুখ। পরে নগরীতে
বর্নাঢ্য র্যালি বের করা হয়।
উল্লেখ্য, প্রধান অতিথি কুমিল্লা - ৬
সংসদীয় আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দীন বাহার আইডিইবি’র সদস্য
প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, দেশের বর্তমান অগ্রযাত্রায় সবচেয়ে বেশী ভূমিকা
রেখেছে অবকাঠামো ও বিদ্যুৎ খাতের উন্নয়নসহ সকল উন্নয়নমূলক কাজের ৮৫%
সম্পন্ন করেন ডিপ্লোমা প্রকৌশলীগণ। আগামী দিনে সরকারের উন্নয়ন কর্মকান্ডে
সম্পৃক্ত থেকে ২০৪১ সালের মধ্যে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের উন্নত,
সুখী-সমৃদ্ধ বাংলাদেশ তথা জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গঠনে অবদান
রাখার জন্য ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি আহবান জানান।