
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের এস এস সি ব্যাচের উদ্যোগে বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৯ নভেম্বর শনিবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ আবদুল লতিফ।
২০০১ সালের শিক্ষার্থী আবু মুছার সঞ্চালনায় ও ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসান্ত কুমার সরকার। সংবর্ধিত অতিথি ছিলেন আবদুর রহমান বিএসসি, শব্দর আলী, ফরিদ উদ্দিন আহাম্মদ, আবুল কাশেম ও আবু তাহের লিটন।
প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন ওমর ফারুক, সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, মোশারফ হোসেন রিপন, ফারুক মিয়া, নজরুল ইসলাম, রেজাউল, শিউলি, শাহ পরান, সফিকুল ইসলাম, সাবিনা আক্তার প্রমুখ।
বক্তব্য রাখেন আতিকুর রহমান, ওবায়েদুল হক, তফাজ্জল হোসেন, মকবুল হোসেন, শাহ আলম, আকবর হোসেন প্রমূখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।