Published : Wednesday, 6 November, 2019 at 12:00 AM, Update: 06.11.2019 1:40:29 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে ৫ দোকানীকে ১৮ হাজার টাকা
জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,
কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে নগরীর রাণীর বাজার ও টমছমব্রীজ এলাকায়
পৃথক এ দু’টি অভিযান চালানো হয়।
জানা যায়, গতকাল জাতীয় ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল
ইসলামের নেতৃত্বে কুমিল্লা জেলার রাণীর বাজার ও টমছম ব্রিজ এলাকায় দুটি
পৃথক তদারকি অভিযান পরিচালনা করা হয়ে। এ সময় বাজার দু’টিতে নিত্যপণ্যের দর
যাচাই করা করা হয়। অভিযান পরিচালনাকালে পেঁয়াজের মূল্য তালিকা আপডেট না
থাকায় এবং ১০৯ টাকায় কেনা পেঁয়াজ ১৩০ টাকা লিখে রাখায় মেসার্স মা
ডিপার্টমেন্টাল স্টোরকে ৪,০০০ টাকা, তালিকায় পেঁয়াজের মূল্য না লেখায়
মেসার্স দেলোয়ার স্টোরকে ৪,০০০ টাকা, মূল্য তালিকা না থাকায় মেসার্স মদিনা
স্টোরকে ৫,০০০ টাকা, একই অভিযোগে ফাহাদ স্টোরকে ২,০০০ টাকা এবং বিসমিল্লাহ
স্টোরকে ৩,০০০ টাকাসহ দুই বাজারের পাঁচ দোকানীকে অধিদপ্তরের প্রশাসনিক
এখতিয়ারে ১৮,০০০ টাকা জরিমানা করা হয়।
এ দুই বাজারের বাজারদর যাচাই এবং
চক বাজারের পাইকারি ব্যবসায়ীদের সাথে তাৎক্ষণিক কথা বলে জানা যায় পেঁয়াজের
প্রতি কেজি পাইকারি বিক্রয় হচ্ছে ১০৫ থেকে ১০৮ টাকা এবং তা খুচরা বাজারে
বিক্রয় হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা। রকম ভেদে এ দাম ১০০ থেকে সর্বোচ্চ ১২০
পর্যন্ত। নিরাপদ খাদ্য পরিদর্শক মো: আবুল কালাম আজাদ, জেলা পুলিশের একটি
টিম এবং স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এ কাজে সার্বিক সহযোগিতা
করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।