ব্রাহ্মণপাড়ায় হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
Published : Saturday, 2 November, 2019 at 12:00 AM
ইসমাইল
নয়ন ॥ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা ট্যাবলেট ব্যবসার অভিযোগে মো. শরীফ
(৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার শশীদল
ইউনিয়নের হরিমঙ্গণ বাজার এলাকা থেকে তাকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গ্রেফতার
করে। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক হাজার পিচ ইয়াবা ট্যাবলেট
উদ্ধার করে। গ্রেফতারকৃত মো. শরীফ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জগতপুর
গ্রামের তাজুল ইসলামের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ১
নভেম্বর সকালে ব্রাহ্মণপাড়া থানার এস আই তীথংকর দাস, এএস আই বিপুল চন্দ্র
রায়, এএস আই মো. দেলোয়ার হোসেন, এএস আই আনোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে
সঙ্গীয় ফোর্স সহ উপজেলা হরিমঙ্গল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তারা
হরিমঙ্গণ বাজার এলাকায় হরিমঙ্গল টু ব্রাহ্মণপাড়া সড়কের উপর থেকে শরীফকে
গ্রেফতার করে। পরে এস আই তীথংকর দাস বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় তার
বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা দায়ের করে একই দিনে তাকে জেল হাজতে প্রেরণ
করেছে।