Published : Saturday, 26 October, 2019 at 6:58 PM, Update: 26.10.2019 7:01:40 PM

এবিএম আতিকুর রহমান বাশার ঃ
দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিবনগর প্রবাসী সরকারের উপদেষ্টা প্রয়াত ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ’র স্মরণে শোক সভা ও একই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এন,এম,জিয়াউল আলম তথ্য ও প্রযুক্তি বিভাগে সিনিয়র সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়।
শনিবার দুপুরে দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ওই শোক সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।
একই মঞ্চে প্রথম পর্বে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিব হাসান’র সভাপতিত্বে সদ্য সিনিয়র সচিব পদে পদোন্নতি পাওয়া এন,এম,জিয়াউল আলম’র সংবর্ধনা এবং দ্বিতীয় পর্বে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিবনগর প্রবাসী সরকারের উপদেষ্টা প্রয়াত ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ’র স্মরণে শোক সভায় সভাপতিত্ব করেন, তথ্য ও প্রযুক্তি বিভাগে সিনিয়র সচিব এন,এম,জিয়াউল আলম। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নুল আবেদীন, অতিরিক্ত সচিব সাবেক মহাপরিচালক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মঞ্জুরুল আলম খান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. গোলাম মাওলা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্রপরিষদ’র সাধারন সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট জসিম উদ্দিন, উপজেলা ন্যাপ সভাপতি অনিল চক্রবর্ত্তী, দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সরকার প্রমূখ।