
রণবীর ঘোষ কিংকর।
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’ এই শ্লোগানে কমিউনিটি পুলিশিং ডে পালন করলো ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি।
দিবসটি উপলক্ষ্যে সারা দেশের ন্যায় শনিবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জে বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে ফাঁড়ি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় বক্তৃতা করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম, সার্জেন্ট নয়ন আহমেদ, উপ-পরিদর্শক (এস.আই) মিন্টু মোল্লা, (এস.আই) সরোয়ার হোসেন, সহকারি-উপ-পরিদর্শক (এএসআই) মামুন, বিশিষ্ট্য ব্যবসায়ী কেএম জামাল, কামাল হোসেন, ব্যবসায়ী মাসুদ করিম, আকতার মোল্লা প্রমুখ।