Published : Monday, 21 October, 2019 at 12:00 AM, Update: 21.10.2019 1:18:34 AM

বশিরুল
ইসলাম: কুমিল্লা শিশু মেহেদী হাসান রিফাত (১০) হত্যার ঘটনায় কুমিল্লা
কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল মেহেদীর জেঠা মো:
জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। উক্ত ঘটনায় হৃদয় নামে এক
যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার
তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর অপারেশন এসআই (নি:) এস.এম আরিফ।
গত ১৯
অক্টোবর রাত ৭টায় প্রাইভেট পড়তে গিয়ে নিখোজ হওয়ার পর রাত ৯টায় রক্তাক্ত
অবস্থায় বাড়ীর পাশের ডোবায় মৃত দেহ খোজে পায় পরিবারের লোকজন।
পরিবারের
পক্ষ থেকে জানা যায়, মেহেদী হাসান রিফাত নর্থ সাইথ চাইল্ড একাডেমীর তৃতীয়
শ্রেনীর ছাত্র। সে গত শনিবার রাত ৭টায় বিউটি আক্তার নামে এক প্রাইভেট
টিউটরের নিকট পড়তে যাওয়ার পর রাতে সময়মত না ফেরার কারণে টিউটরের সাথে
যোগযোগ করে। টিউটর বিউটি জানায় সে তাকে রাত ৮টায় গেইটের ভেতরে দিয়ে গিয়েছি।
সেই থেকে খোজ করতে থাকে পরিবারের লোকজন। রাত সোয়া নয়টায় তাকে পাশের একটি
পরিত্যক্ত ডোবায় কচুরি পানার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।
নিহত
রিফাতের মা জেসমিন আক্তার জানান, তাদের বাসায় কিছুদিন পূর্ব চুরি হয়েছিল ঐ
ঘটনায় হৃদয় নামের এক ছেলে তাদেরকে বাড়ীতে এসে হুমকি দিয়েছিল। সেই থেকে
তাদের ধারণা হৃদয় এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে।
উক্ত ঘটনায়
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ারুল হক জানান, শিশু হত্যার
ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত ঘটনায় জিজ্ঞাসাবাদের
জন্য হৃদয় নামে একজনকে আটক করে থানায় নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ চলছে।