
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লা
উত্তর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন করতে গত ১৫ অক্টোবর
রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে বৈঠক করে
কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। ওই বৈঠকের ৬ দিন পর রবিবার (২০ অক্টোবর)
আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের এমপি
স্বাক্ষরিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির
অনুমোদন দেওয়া হয়। রবিবার রাতে ওই প্রস্তুতি কমিটি গ্রহন করেন জেলা
আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি
রুহুল আমিনকে আহবায়ক ও অধ্যক্ষ হুমায়ুন মাহমুদকে সদস্য সচিব এবং ২৬জনকে
সদস্য করে ২৮ সদস্যের কমিটি গঠন করা হয়। ২৮ সদস্যের ওই কমিটিতে একজন মৃত
ব্যক্তির নামও রয়েছে।
কমিটির বাকি ২৬ সদস্য হলেন- আব্দুল আওয়াল সরকার,
এবিএম গোলাম মোস্তফা, অধ্যাপক আলী আশরাফ এমপি, এএফএম ফখরুল ইসলাম মুন্সি,
মে. জে. (অব.) সুবেদ আলী ভূইয়া এমপি, ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি, রাজি
মোহাম্মদ ফখরুল এমপি, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, জাহাঙ্গীর আলম সরকার,
মো. শাহজাহান, এড. নিজামুল হক, হানিফ সরকার, অধ্যাপক আব্দুল মান্নান জয়,
হারুন অর রশিদ, বাদল রায়, মোন্তাকিম আশরাফ টিটু, রওশন আলী মাস্টার, পারুল
আক্তার, এড. আবুল কালাম আজাদ, ইঞ্জি. আব্দুস ছালাম, হেলাল উদ্দিন মজনু,
মহিউদ্দিন আহমেদ আলম, অধ্যক্ষ আইউব আলী (মৃত ব্যক্তি), এড. আহসান হাবিব
চৌধুরী লিল মিয়া ও আবুল কালাম আজাদ।
এর আগে গত ১৫ অক্টোবর ধানমন্ডি
কার্যালয়ে বৈঠকে কেন্দ্রিয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম
হানিফ এমপি’র সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের
এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক
সম্পাদক ও পানী সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এনামূল হক শামীম।
এছাড়া
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক
মন্ত্রী ও কেন্দ্রিয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এএফএম ফখরুল ইসলাম
মুন্সি, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি, সংরক্ষিত সংসদ
সদস্য সেলিনা ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল আওয়াল
সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, সহ-সভাপতি অধ্যক্ষ হুমায়ূন
মাহমুদ, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক
বাদল রায়, সাংগঠনিক সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা উপজেলা
আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা উত্তর জেলা
আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম সহ আরও অনেকে।