Published : Wednesday, 16 October, 2019 at 12:00 AM, Update: 16.10.2019 1:51:15 AM

নিজস্ব
প্রতিবেদক: জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে জেলা
প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে কুমিল্লায় র্যালি ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবুল
ফজল মীর।
জানা গেছে, দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা
একাডেমী প্রাঙ্গন থেকে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বেলুন উড়িয়ে
র্যালি উদ্বোধন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী
প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট
মোঃ আবু সাঈদ ও জনি রায়সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা
প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান
অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। আলোচনা সভায় বিশেষ
অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাইজার মোহাম্মদ ফারাবী।
সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী
মোঃ খালেদুজ্জামান।
এছাড়াও দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক
কার্যালয় প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঠিক নিয়মে
হাত ধোয়ার ধাপসমূহ শিখানো হয়।