চৌদ্দগ্রামে ট্রেন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
Published : Tuesday, 15 October, 2019 at 12:00 AM
চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে অজ্ঞাতনামা
এক বৃদ্ধের(৬০) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম
রেললাইনের গুণবতী রেলষ্টেশন এলাকা থেকে লাশটি উদ্ধার করে লাকসাম রেলওয়ে
থানা পুলিশ।
স্থানীয়দের ধারণা, রাতে ঢাকা বা চট্টগ্রামগামী ট্রেনের ছাদ
থেকে নিচে পড়ে যায় অজ্ঞাতনামা বৃদ্ধ। পরে রক্তক্ষরণ হয়ে তাঁর মৃত্যু হয়।
অথবা কেউ বৃদ্ধকে ট্রেন থেকে ফেলে দেয়ায় তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে
লাকসাম রেলওয়ে থানা ওসি ইনচার্জ নিজাম উদ্দিন বলেন, লাশটি উদ্ধার করা
হয়েছে। তবে কিভাবে মারা গেছে, তদন্ত শেষে তা বলা যাবে।