Published : Tuesday, 15 October, 2019 at 12:00 AM, Update: 15.10.2019 2:11:20 AM

১৪
অক্টোবর ২০১৯ ইং, সোমবার, দাউদকান্দি মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে
দাউদকান্দি উপজেলার উত্তর পদুয়া গ্রাম থেকে ১৪ টি মাদক মামলার পলাতক, ৪ টি
ওয়ারেন্ট ভুক্ত ও ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি মাদক সম্রাট মোঃ সুমন (৩০) কে
গ্রেফতার করে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল
ইসলামের নেতৃত্বে রবিবার রাতে এসআই মোঃ মনিরুল ইসলাম, এস আই মোঃ মিজানুর
রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের বৃত্তিতে অভিযান চালিয়ে ৩ বছরের
সাজাপ্রাপ্ত ও ৪ টি ওয়ারেন্ট ভুক্ত এবং দাউদকান্দি মডেল থানাসহ বিভিন্ন
থানায় ১৪ টি মাদক মামলার পলাতক আসামি মাদক সম্রাট মোঃ সুমন কে তার নিজবাড়ী
উত্তর পদুয়া ( মিজিবাড়ী) এ/পি ডুরিনছরুদ্দী গ্রাম থেকে গ্রেফতার করে।
গ্রেফতার কৃত মোঃ সুমন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার উত্তর পদুয়া ( মাজিবাড়ী) এ/পি ডুরিনছরুদ্দী গ্রামের মৃত আঃ জলিলের পুত্র।
দাউদকান্দি মডেল থানার সহকারী সব-ইন্সপেক্টর মোঃ আরিফুল ইসলাম জানান,গ্রেফতারের পর আসামীকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।