Published : Sunday, 8 September, 2019 at 12:00 AM, Update: 08.09.2019 7:53:06 AM

ইসমাইল নয়ন ||
ছাত্রীকে
জোরপূবর্ক ধর্ষনের চেষ্টায় গতকাল ৬ সেপ্টেম্বর বিকালে এলাকাবাসী শিক্ষক ও
ছাত্রীকে একটি কিন্ডার গার্ডেন থেকে আপত্তিকর অবস্থায় আটক করে । তাৎক্ষনিক
ভাবে থানা পুলিশ খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি
ঘটে ব্রাহ্মনপাড়া উপজেলা সদরের গোল্ডেন বেবী কেয়ার একাডেমীতে।
মামলার
এজাহার সূত্রে ও এলাকাবাসী জানান সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামের মৃত
জহিরুল ইসলামের ছেলে ও দীর্ঘভুমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক
এবং গোল্ডেন বেবী কেয়ার একাডেমীর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইমাম উদ্দিন
আখন্দ (৪২) একই উপজেলার ব্রাহ্মনপাড়া সদর ইউনিয়নের দীর্ঘভুমি গ্রামের মৃত
দেলোয়ার হোসেনের মেয়ে স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রীর বাড়ীতে
অভিযুক্ত ইমাম উদ্দিন আখন্দ মাষ্টার গিয়ে উক্ত ছাত্রীকে তাহার প্রতিষ্ঠিত
বিদ্যালয়ে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের কোচিং কাস করানোর জন্য মাসিক ১৫শ টাকা
বেতনে প্রস্তাব দেয়। উক্ত প্রস্তাবে উক্ত ছাত্রী রাজী হয়ে গত ৩০ অক্টোবর
থেকে কোচিং কাস শুরু করে। ঘটনার দিন দুপুরে ইমাম উদ্দিন আখন্দ উক্ত
ছাত্রীকে মোবাইল ফোনে জানান আজ বিকালে বিদ্যালয়ে কোচিং করাতে হবে। উক্ত
ছাত্রী যথাসময়য়ে কোচিং করানোর জন্য আসলে বিদ্যালয়ে দেখতে পায় কোনো
শিক্ষার্থী কাসে নেই। তখন ইমাম উদ্দিন বলেন কোনো সমস্য নাই আমাকে কয়েকটি
অংক ঝুজিয়ে দিয়ে যাও। তার কথামতে উক্ত ছাত্রী ২টি অংক বুঝিয়ে চলে আসতে
চাইলে ইমাম উদ্দিন উক্ত কক্ষের দরজা জানাল বন্ধ করে জোর পূবর্ক তাহার উপর
ঝাপিয়ে পরে ধর্ষনের চেষ্টা করে। পরে স্কুল মাঠে থাকা লোকদের সন্দেহ হলে
স্কুলের দরজা আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার
করে।
এই ব্যাপারে উক্ত ছাত্রী বাদী হয়ে ব্রাহ্মনপাড়া থানায় অভিযুক্ত
ইমাম উদ্দিন আখন্দকে এজাহারনামীয় আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে
মামলা করে।
এই ব্যাপারে ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু
মোহাম্মদ শাহজাহান কবির ঘটনার সততা স্বীকার করে জানান গ্রেফতারকৃত ইমাম
উদ্দিন আখন্দকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।