Published : Sunday, 8 September, 2019 at 12:00 AM, Update: 08.09.2019 1:49:53 AM

স্টাফ রিপোর্টার ||
কুমিল্লা
সদর দক্ষিণের সুয়াগঞ্জ টিএ হাই স্কুল এন্ড কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (বালক অনূর্ধ-১৭) এবং শেখ
ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল (বালিকা অনুর্ধ-১৭) টুর্নামেন্ট
শুরু হয়েছে। শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার
সভাপতি মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টে
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু।
অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন চৌয়ারা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সোহাগ, জোড়কানন
পশ্চিম ইউপি চেয়ারম্যান হাসমত উল্যাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ
সম্পাদক আবদুস সালাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালামসহ বিভিন্ন
পর্যায়ের নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলায় চৌয়ারা ইউনিয়ন ও বারপাড়া ইউনিয়ন ১-১
গোলে ড্র করে এবং
জোড়কানন পূর্ব ইউনিয়ন ও বিজয়পুর ইউনিয়ন ০-০ গোলে ড্র করে।